দেখা হয়েছিল বিকেল বেলা
ঝলমলে দিনের শেষ আলোটুকু গায়ে মেখে নিতে
যখন দুহাত বাড়িয়েছি !
হঠাৎ পদ ধ্বনিতে পিছন ফিরে তাকালাম
দেখি সহাস্যে দাঁড়িয়ে আছো তুমি।
আমাকে মুগ্ধ করেছিল তোমার সেই হাসি !
সেদিনের সেই হাসি আমি আজও ভুলতে পারিনি।
আসলে আমি ভুলতে চাই নি
একটা একটা করে সব স্মৃতিগুলোকে মালা গেঁথে রেখেছি
হৃদয়ে,অতি সংগোপনে।
কেউ চাইলেও পারবে না সেই মালা ছিঁড়তে,
তুমিও না !
ক্রমে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়েছে,
সন্ধ্যা প্রদীপের ক্ষ্ণীণ আলোয় আবছা হয়ে গেছ কতটা!
আর দেখতে পাই না সেই হাসি।
রাত যত ঘনাবে,গাঢ় অন্ধকারে ঢেকে যাবে গোটা পৃথিবী।
দেখা হবে না আমাদের আর কোনোদিন !
স্মৃতির মালা হৃদয়ে নিয়ে অপেক্ষা করবো নতুন ভোরের !
সূর্যের প্রথম নরম আলোয় তোমাকে দেখবো,
দু’চোখ ভরে!