নতুন বছর আশার আলো জ্বালুক
অমানিশা ভয় ভীতি সব দূরে যাক,
মানুষ খুশীর পরমানন্দে মাতুক
ভাইরাস ভয় ওমিক্রন দূরে থাক।
পুরানো পাতারা সব ঝরে পড়ে যাক
নতুন পাতারা জীবনে জোয়ার আনুক,
পৃথিবী আবার ফুলে ফলে ভরে যাক
বসন্ত বায় মনের দুয়ার খুলুক।
শুভেচ্ছা মানব জীবনেতে ভরে যাক
খুশী হয়ে সবে আনন্দে ভাসুক,
পৃথিবী জুড়ে যে ভাইরাস ভয় আছে
নিরাময়ে সবে সুস্থ জীবনে ফিরুক।
নতুন বছর জীবনে জোয়ার আনুক
নতুন আশায় মানুষ বুক বাঁধুক,
নব দিগন্তে নতুন সূর্য উঠুক
কল্পতরুর উৎসব হোক আজ।
মানবতা বোধে সব হৃদয় ভরুক
সুখে দুখে সবে মিলেমিশে ভালো থাক,
ধর্মে বর্ণে ভেদাভেদ ঘুঁচে যাক
মানুষ আবার মানুষ হয়ে উঠুক।
এ শুভ কামনা সকলে সার বুঝুক
আজি শুভ দিনে আনন্দ হবে ঠিক,
বিরহ বেদনা ক্লান্তি ও গ্লানি যাক
নতুন বছর শুভ সংবাদ দিক।।