নতুন বছর রঙিন স্বপ্নে গেঁথেছি জীবনমালা
ষড় ঋতুর রূপের আলোয় জোছনা বরণডালা।
নতুন বছর রোদ্দুরময়, শ্বেত শুভ্র ফুল
বৈশাখে প্রিয় রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠতে নজরুল।
নতুন বছর বৃষ্টিমুখর,কদম ফোটে যদি
আষাঢ় মাসে রথের মেলা, শ্রাবণ ভরা নদী।
নতুন বছর পেঁজা তুলোয় বাঁধিস হাতে রাখি
জন্মাষ্টমী ভাদ্র মাসে, হতাম যদি পাখি…
নতুন বছর দুর্গাপুজো, শিউলি গন্ধে মন
একশ আটটা পদ্মফুলে সাজিয়েছি কাশবন।
নতুন বছর শিশিরে সিক্ত প্রথম অভিমান
হেমন্তিকায় সোহাগী উপোস, যমার্ঘ্যদান।
নতুন বছর উষ্ণ আবেগ, পৌষালী পার্বণ
বড়দিনের কেক ছুটি সাথে সরস্বতী আলাপন।
নতুন বছর দক্ষিণ হাওয়া, আগুন ফাগুন মাস
হৃদয় জুড়ে দোলের আবির প্রেমময় আশ্বাস !