পুরানো চলিয়া যায়, আইসে নূতন ,
বিগত বছর যায় , তেমনি করিয়া।
অতীতের স্মৃতি সব , পিছনে ফেলিয়া,
নূতনেরে করি লয় ,সকলে বরণ।
ওহে গত! তব বিষে, জর্জরিত মোরা,
শ্মশানভূমিতে পুড়ে, কত শত জন।
তাঁদের তরেতে আজো, আত্মীয় স্বজন,
আকুল হইয়া কাঁদে , হয়ে দিশাহারা।
নব পঞ্জিকায় তুমি , নূতন ক্রমিকে,
চোদ্দশো আঠাশ হয়ে, আসিয়াছ হেথা।
সতাশের বিষের তুমি , করিয়া সমাধা,
নির্মল করিয়া দাও , এ বিশ্বভূমিকে।
সেই আশা লয়ে তোমা ,করিনু বরণ,
জানি তুমি ফিরাবে না , আমাদের কভু।
আশার আশায় মোরা , বাঁধি বুক তবু,
সঁপিনু তোমার হাতে , জীবন মরণ।