আর তো আমি চাই না তোকে
আমার সকল জুড়ে
মিথ্যে কেনো মরবো কেঁদে
ভালোবাসার জ্বরে
বাঁধন যে তাই দিলাম খুলে
আমার, আমার ভুলে
আমি ও এবার নাম লেখাবো
পরিযায়ীর দলে
আমার বলে আমার কিছু রাখবো তো আর
এই পৃথিবীর সবকিছু হোক আজ আমার অহংকার
ভুল হয়েছে বুঝতে জানি, অনেকটা বেশ দেরী
পরবো না আর নিজের পায়ে মিথ্যে মায়ার বেড়ী
বিশাল আকাশ ডাকছে আমায়, বলছে ডেকে শোন
সময় এবার এগিয়ে আসার ভুলিয়ে ঘরের কোণ
বোনের পাখি বনেই ভালো, যা উড়ে যা আজ
বোনের ভাষাই বুঝিস যে তুই, সেথায় নিজের মতো বাঁচ
দিলাম নিজেই খুলে খাঁচা ,ফিরবো না যে আর
বিশ্ব জোড়া মন্দ ভালো হোক আমার উপহার