আমার আকাশে যে দুটো প্রিয় নক্ষত্র ছিল
তারা একটা একটা করে খসে পড়ে গেল
ধরে রাখতে পারিনি,
এখন শূন্য আকাশ পানে চেয়ে থাকি,
খুঁজি তোমাদের
তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো
আমি যে আজ দিশাহারা !
বুঝতে পারছো কি আমি কেমন আছি
আমার দুনয়ন কি খোঁজে সারাক্ষণ!
প্রতি পূর্ণিমায় চাঁদ আসে, আমার সাথে কথাও বলে
আবার সে চলে যায়
শুধু তোমরা আসো না
তাই বেড়িয়ে পরলাম পথে!
যে পৃথিবী হারিয়ে গেছে জানি ফিরে পাবো না কখনও
আজ আমি নতুন পৃথিবীর সন্ধানে
অন্য একটা পৃথিবী
সেখানে খুঁজে নেব আমার প্রিয় নক্ষত্রদের
হয়তো আবার নতুন করে পাব তোমাদের।