আবারো ঠিক সেবারের মতো
সেই একই পুজো প্যান্ডেল
সেই একই তিথি
সেই একই সাদা ড্রেস,
আর সেই একই জ্বলজ্বলে চোখ দুটো
আর রাগারাগি সত্ত্বেও আমাকে দেখে একগাল ভরা হাসি
ব্যাস এই টুকুতেই তো প্রতিবার আমি ফাসি।
ঠিক যেনো বছর পাঁচেক আগে কোনো সপ্তমীর রাতে
মায়ের মণ্ডপে, তুমি ছিলে আমার সামনে।
ঠিক যেভাবে আজকে ছিলে।
সেবারের মত এবারও বুকের মধ্যে দিয়ে বয়ে গেলো জোয়ারের স্রোত।
আরে প্রিয় আজ আবার
নতুন করে তোর প্রেমে পড়েছি
এবার তো একটু বোঝ।।