নজরুল আমার প্রাণের দোসর,মনের উতল হাওয়া,
লিচু চুরির স্মৃতি চারণায় শৈশব ফিরে পাওয়া।
নজরুল মানে খেটে খাওয়া জন,পায়ে মাথার ঘাম—
সুললিত প্রকাশ কাব্যে,দারিদ্র্য তার নাম।
নজরুল মানে বিদ্রোহী সত্তা,হার না মানার গান—
অগ্নিবীণা মূর্ছনা তোলে, দৃঢ়চেতা অম্লান।
নজরুল মানে চির অশান্ত,মহাপ্রলয়ের নটরাজ,
বৈষম্য ভেদাভেদ ভুলে সাম্যবাদীর আওয়াজ।
নজরুল মানে একবুক দুখ্,সর্বহারার দল—
জীবন যুদ্ধে লড়াকু জান,বাহুতে নবীন বল।
চৈতী হাওয়া,গোপন প্রিয়া প্রেমের পূজারী
গজলের সুরে মধুময় ফাল্গুনী বিভাবরী।
নজরুল মানে একটাই সুর বাইবেল কোরান গীতা—
সর্বধর্ম সমন্বয়ে নবীরা খোদার মিতা।
নজরুল আমার পথের দিশা,নজরুল আমার নেশা—
ক্লান্ত এক দিনের শেষে নজরুল ভালোবাসা।
আমি নজরুল পড়ি,নজরুল শুনি,গাহি তাহারি গান—
নজরুল আমার জীবন বোধের নীরব অভিমান।।