নগ্ন উৎপাতে দিশাহারা জীবন চায়
শান্তির বারিধারা।
কিন্তু ঠিকানা বিহীন পথে পাবে কোথায় ?
হায় রে মানুষ…
সর্বত্র শুধু লাল চক্ষুর শাণিত দৃষ্টি
পিছু করে ধাওয়া।
হিংসা দ্বেষ রাজনীতিতে জীবন দুর্বিসহ,
বেচেঁ থাকা দায়।
কালের গর্ভে তলিয়ে যায় কত সবুজ স্বপ্ন
ধ্বংসের লীলা খেলা প্রকট,
ছ্যাঁকা লাগে ভাবনায় নির্মল পৃথিবীর
পানা পুকুরের জলে দমবন্ধ নিঃশ্বাস।
উড়ে বেড়ায় শকুনের দল যত্রতত্র
ভাগার গুলো উপচে পড়ে আবর্জনার মত লাশে,
হাড়হিম আতঙ্কে দিন কাটে।
বেঁচে থাকা যেন এক ওপরি পাওনা
সুখে থাকা, ভালো থাকা অবাঞ্ছিত বায়না।
তবুও জীবন চলে গড়িয়ে গড়িয়ে
প্রকৃতির নিয়মে, নেই কোন খাদ,
জীবনের স্বপ্নগুলো হঠাৎ কখন কিভাবে যেন
ভোকাট্টা হয়ে মিলিয়ে যায়
অনন্ত আকাশের দূর নীলিমায়,
মনের কার্নিশে তোলা থাকে সব আহ্লাদ সাধ।