মাত্র কয়েক দশকের ব্যবধান,
সভ্যতায় আছড়ে পড়লো
পাশ্চাত্যের দমকা হাওয়া।
বেআব্রু নারী বেলেল্লাপনায় মশগুল।
অবাধ মেলামেশা,
পরকীয়া আগুন শিরা উপশিরায় ধাবমান।
বহু সংসার আজ ভেসে চলেছে
নিষিদ্ধ সম্পর্কে।
শিশু কূলের ভবিষ্যৎ দোদুল্যমান।
তবু এগিয়ে চলেছে সভ্যতা।
নারী হয়ে যাচ্ছে পুরুষ
পুরুষ আজ নারীতে রূপান্তরিত অবলীলায়।
সব পেয়েও কিছু না পাওয়ার তীব্র অসন্তোষ।
সেই আগুন সর্বগ্রাসী হয়ে,
ধ্বংস করে চলেছে-
দয়া, মায়া, ভালোবাসা, ত্যাগ…..
বিকল আজ নারী,
সমানাধিকারের নেশায় সৃষ্টিতে অনীহা।
সামনেই জ্বলন্ত মরুভূমি,
গ্রাস করতে উদ্যত সব।
বিভেদ নেই সেথায় প্রাচ্য বা পাশ্চাত্যের।