হাত ভেবে যেই ছুঁতে গেছি,
তুমি বললে, ছি!
ওটা আমার পা।
একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।
আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”।
হাত ভেবে যেই ছুঁতে গেছি,
তুমি বললে, ছি!
ওটা আমার পা।
একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।
আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”।