মহাকালের অমোঘ টানে দিয়েছো যে পাড়ি,
সত্যি করে বল দেখি কোনটা তোমার বাড়ি?
ঘরেতে যে পাতা আছে অপুর সংসার,
চলল অপু কাটিয়ে মায়া,ডাক যে দুর্গার।
সমাপতিত আজ এ জগতের উজ্জ্বল এক তারা—
ম্রিয়মান আজ অনুগামীরা,ব্যাথাতুর দিশেহারা।
সুচেতনা আর বিবেকবোধের অনন্য সংষ্করণ,
ভালোবাসায় করেছো যে সহস্র হৃদয় হরণ।
ক্ষিদদা আর বলবে না তো”ফাইট কোনি ফাইট “,
কোনো দাদু আর লড়বে না যে পেতে “পোস্ত” র রাইট!
সত্যি ই কি গেছো চলে” তিন ভুবনের পারে”!
তবুও বড্ডো কাঁদাও আজ “অগ্ৰদানী”র ভারে।
অভিমানে চলে যেতে পার তোমার বেলাশেষে!
দেবদাসের আবেগে আছো বাঙালীয়ানায় মিশে।
গণদেবতা তুমি অপরাজিত,অমলিন ভাস্বর—
হয় না পতন এ নক্ষত্রের,শাশ্বত অবিনশ্বর।।