সময় স্রোতে যাচ্ছে ভেসে
কাগুজে নৌকা ভ্রমণ শেষে,
চাওয়া পাওয়া ইচ্ছা-স্বপন
শ্রান্ত আঁখিতে অনুক্ষণ,
কলকলিয়ে বাইছে মনের কূলে
স্বর্ণলতার সকল বাঁধন খুলে,
অবসাদ, মৃত্যু ছাড়িয়ে দূরে
অভিমানের মোড়কে বিরহী সুরে,
ক্যানভাসের পিছনে শান্তির ঘুমে
পোড়া হৃদয়ে নৈঃশব্দের প্রেমে,
বিষাদের নৃত্যনাট্য ছুঁয়ে
অনুভবে অমরত্ব কুড়িয়ে,
সযত্নে জমিয়ে প্রতিটি অঙ্গে
সুদূরের পিয়াসী হয়ে জলতরঙ্গে,
ঝরেছে শেষ বকুলের ঘ্রানে
জ্বলতে থাকা নক্ষত্র পতনে।