গ্রামবাংলার লোক সংস্কৃতির
অরূপ নকশি কাঁথা,
এখন শুধু স্মৃতিতে আর
ইতিহাসের গাথা।
অসামান্য শিল্প কলার
কি বিচিত্র রূপ,
দেশ বিদেশে সমাদর যে
নকশি কাঁথার খুব।
দুপুর সাঁঝে সূঁচে গেঁথে
সুতো নানা রঙে,
ফুল পাখি ও লতা পাতায়
গড়তো কাঁথা ঢঙে।
রূপকথার সব চোখ জুড়ানো
গল্পে ভরা ছবি,
নকশি কাঁথার বুকটা জুড়ে
অরূপ শিল্প সবি।
যুগের ধারায় নকশি কাঁথা
লুপ্ত হবার পথে,
লোক সংস্কৃতির এই শিল্পকলা
ফিরুক স্বর্ণ রথে।