দেহ-মন বিচ্ছেদ হয়
এই পৃথক গৃহে একাকী বসবাস হয়
দীর্ঘমেয়াদী শখের গোলাপের পাপড়িও ঝরে যাবে একদিন,
বিদায় ঘন্টা বাজার আগেই আরও কত বিদায় ঘটে যায়
ঘটে যায়,,, রসের দোলনায় দুলতে দুলতে হিংসার দড়ি ধরে টানাটানি।
বিদঘুটে অপ্রাপ্ত বয়স যখন পরিণত হতে পা বাড়ায়
প্রত্যাশার আদলে অপ্রত্যাশিত বিদায়-সম্ভাষণ আমন্ত্রণ জানায়;
জীবনের প্রত্যয় প্রতিনিয়ত ক্ষয় হয়
সাজানো সংসারের নকল মায়ার পিছু টানে পুনরায় ডুবে যেতে হয়,
এই ডুবে যাওয়া—ভেসে ওঠার মাঝে কঠিন বোঝাপড়া
হিসেবে হয় গরমিল, বেহিসেবি মনস্কামনা পরায় হাতকড়া।
ভিড় করে গণ্ডিহীন ভবনার অবগাহন
সমাধান সূত্রে মন্ত্রের বেড়াজাল হঠাৎ উদীয়মান
নতুন করে অগ্রসারিত না হওয়ার ঠিকানায় সন্ধান খুঁজি
হিসেব মেলানো যাবে না এই নকল মায়ার টানে তাও আমি বুঝি।