পিতা মাতা জীবনেতে
ধ্রুবতারা হয়ে,
আলোর পথটি দেখান সবে
স্নেহধারা লয়ে।
বাঁধা বিঘ্ন আসলে তাঁরা
দূরে ঠেলে ফেলে,
নির্ভীকতার বীজটি বুনেন
মমতার হাত মেলে।
শিক্ষা দীক্ষা সবকিছুতে
প্রচেষ্টা যে কত,
লক্ষ্য রাখেন অবিচল যে
ধ্রুবতারার মত।
পিতা মাতার স্নেহধারায়
জীবন আমার ধন্য,
সফলতা জীবন মাঝে
শুধুই তাঁদের জন্য।