মনে রাখার ধ্রুপদী ঝর্ণার তানে নদীর মল্লার ।
মৃত্তিকার জ্বর হলে বৃষ্টির জলপটি
ঘন ঘন বদলাও মেঘমাতা তুমি ।
পর্বতের নির্জন খাঁজের চুম্বক চুম্বনে
পর্যটকের রোমান্টিক চোখে রোমাঞ্চিত ওয়েলার ভোর ।
বটের অশ্বত্থ বন্ধু , বন্ধুতার সংজ্ঞা লেখে
অজগরী পাকের পাতায় ।
পৃথিবীর প্রতিটি বাবুইঘর
উসখুস সন্ধ্যায় ঝিকমিক উঁকির উঠোনে
— এই বুঝি এলো !
টানটান মনে রাখার একাগ্র ধ্যানে
আহ্নিক বার্ষিক স্মৃতির সেতার কাটে অনন্ত আঁধার ।।
বাজার বিস্মৃত হলেও রোবটের ভুল ,
সুধা ফুল দিয়ে যাবে অমলের চিরমনে
আমাদের মনে রেখো , রবীন্দ্রনাথ ।