কয়েক পৃথিবী আগে তোমাকে দেখেছি
সেই কয়েক পৃথিবী আগে
বহু ঝড়ে মুছে গেছে সে মুখ
দুহাতে কিছু অস্পষ্ট স্মৃতি নিয়ে বসে থাকি
ফুল দানি ভর্তি বিরহের মাস
বাতাসের বিশাল জিভ এসে চেটে নেয়
আমার দু চোখ
পথেরা সরস হয়ে-
আকাশ গর্ভবতী হোক
বেলি ফুল দেখিনি কয়েক যুগ হল
মাটি ফুঁড়ে বেড়িয়ে আসুক ঘুমন্ত মন্দির
যার গায়ে খোদাই করা
তোমার ধ্যান মূর্তি
বেলি ফুলের দুধে জীবিত হোক
তোমার পাথর চোখ
আমাকে দেখো
এই যে আমি- কবিতা হয়েগেছি
ভালোবাসো…