চোখের সামনে ধ্বংস স্তুপ দেখে এলাম।
একটা দুটো নয়, সারি সারি ধ্বংস স্তুপ।
মানুষের মস্তিষ্কের পতন ঘটেছে।
আগাছা আর আবর্জনায় ভর্তি হয়ে গেছে।
তারই ধ্বংস স্তুপ।
মানুষ সুস্থ স্বাভাবিক চিন্তা করা ছেড়ে দিয়েছে।
ধীরে ধীরে যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে।
আর বেশি দিন নেই যেদিন নব্বই শতাংশ মানুষই
মাত্র দশ শতাংশ ক্ষমতা লোভী মানুষের হাতের পুতুল হয়ে থাকবে।
আর বেশি দিন নেই।
তৈরি থেকো এই ধ্বংস লীলা স্বচোক্ষে দেখার জন্য।