ধোঁয়ার কুন্ডলী থেকে উদ্ভূত জটাজাল-
সন্দেহের চোখ তীর ছোঁড়ে দিগন্তে,
নিভু নিভু আগুনের জমাট বাঁধা বীভৎসতায়,
সম্পর্ক খাবি খায় অশনি বৃত্তের পরিধিতে।
নখদন্তহীন আঁচড়ের বিষ মাখা ফলার তীব্রতা ,
উদভ্রান্ত সময়ের ঢেউয়ে উথালপাথাল,
নিরীক্ষণের বিষাদ ছুঁয়েছে গোধূলির আলো,
আঁধারের সন্ধিক্ষণে প্রতীক্ষায় থাকে অস্তমিত সূর্য।
সান্ধ্য বেলা গড়িয়ে পড়ে চেনা ছন্দে,
যাবতীয় হিসেবনিকেশ সারে দৈনিক ভুলভ্রান্তি,
থিতু হতে হতে জেগে থাকে অতীতের কথামালা,
প্রশমিত ইচ্ছেরা শোনে মনের বাসনা বৃত্তান্ত।
ক্ষত পুষিয়ে নিতে চায় উষ্ণতার প্রলেপে,
ধোঁয়াশার উৎসমুখে ছড়িয়ে পড়ে প্রশান্তির বাতাস।