হেরেছি বারে বারে,
ভুল মানুষকে সাহায্য করেছি বারে বারে,
সময়ের স্রোতে প্রতিকূলে এসেছি যখন,
একা হয়েছি বারে বারে।
নালিশ জানিয়েছি সৃষ্টিকর্তাকে।
উত্তর এসেছে,
যাকে ভালোবাসি আমি,
একাকী করি তাকে,
ভয় নেই, আমি আছি,
ঐ অন্ধকারের মধ্যেও,
পথ যে দেখাবো,
শুধু ধৈর্য্য ধরো,
ধৈর্য্য ধরো।