অযাচিত ভাবে জমেছে বিস্তর ধূলিকণা,
আচমকা ছিটেফোঁটা বৃষ্টিতে জানালার শার্সিতে রেখে যায় দাগ,
বহুদিনের অব্যবহৃত চিলেকোঠায় তবু ভীড় করে থাকে পাখির দল,
ভরে রাখে কুজনে,
বিষন্ন প্রতিধ্বনি হাতড়ে বেড়ায় চেনা ছন্দ।
এখন চাপা পড়ে আছে ধূলিকণা,
নিষ্প্রাণ ঝরাপাতা মাটিতে ঘুমোয় শান্তির ঘুম,
গাছের শীর্ণ ডালে আবার ভরে উঠে কিশলয়,
ঋতুর পালাবদলে রাখেনি কোনো ফাঁক,
নির্ঘুম প্রহর এঁকে চলে সহজ সরল পাঠ।
ধূলিকণা মিতালী সারে বৃষ্টির সাথে,
অভিমানের মোড়কে ঢলে পড়ে তুমুল সুখে,
শূন্য থেকে যোজন দূর ভাঙে নির্ভুল অঙ্কে…