বাস্তুহারা হৃদয়টাকে মেনে নিলাম পোষ্যপুত্র,
সকাল থেকে সন্ধে হলে
আলুথালু চিন্তাগুলো
খেই হারিয়ে যাচ্ছে ভুলে
নিয়মমাফিক গণিত-সূত্র।
এভাবেই হয় অঙ্কে ভুল,
যতই প্রয়াস হোক না কেন
আবর্জনায় আগুন জ্বেলে
তাড়িয়ে দিতে যেন তেন
নিজের ভেতর পিত্ত-শূল।
সুখের কথা যায় না বলা
অন্ধকুঠি বানিয়ে নিয়ে,
দুলকি চালে যাচ্ছি হেঁটে
সারাটা দিন কাঁধে বয়ে
মৃত শরীর পচা-গলা।
বাস্তুহারা হৃদয়টাকে মানছি তবু পোষ্যপুত্র,
টুক করে ভয়টা গিলে
অলিগলি রাস্তা খুঁজে
দিনে দিনে হচ্ছে ছেলে
হচ্ছে কেমন আকাট ধূর্ত?