চারিপাশে চাপরাশ খাঁ খাঁ অন্দরে
বিযুক্ত লিখেছি সুখ চাঁদনি সাঁতারে ।
অনুবাদ করে গেছি
ঝরোকা ঝর্ণা বোধ পিপাসু পাথরে ।
পরিচিত তিন আঙুলে
যতটুকু পৃথিবী পেয়েছি ,
সবুজ করবো বলে শপথ পুঁতেছি ।
বিগত বিকল্প কাঁধ ঝুলে ঝুলে বামন হয়েছে !
প্রীতির পরীক্ষাগারে শংসার অভিশাপে
সংশয়ে ঘুরে ঘুরে হয়রান হাটুরে হেঁটেছি ।
থিতু ভীতু শেষমেশ শ্রমের
প্রতিভা ফুঁ-এ শিশিরের উত্তাপে
ধুকপুক ধূনুচির শান্তি পেতেছি ।