সাত সকালেই একথালা ভাত পাওয়া গেলো, হোকনা টোকো গন্ধ।
কারুর ফেলে দেওয়া উচ্ছিষ্ট, তবুও তো অন্ন।
অন্ন জুটেছে,
মাংসের লোভে তাই সে ছোটে,
গুহা থেকে জনপথ হয়ে প্রান্তরে প্রান্তরে।
সময় গড়ায়, মাংসের আশা ছেড়ে দিয়ে খোঁজে ডাল,সব্জি, খোঁজে এক থাবা নুন।
দিনমান তখন মধ্য গগণে সামান্য হেলেছে,
সমুদ্র বসেছে জপে।
হিমাদ্রি তখন তার স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে ভূপৃষ্ঠের বুকে।
বহু দূরে দিগন্তে উড়ে যায় কোনো শ্বেত বলাকা,
একমুঠো শান্তির খোঁজে।
উদাসী মানুষ আলুথালু চোখে হঠাৎ তাকিয়ে দেখে,
বহুদূরে লুব্ধ দৃষ্টিতে তার অন্নের দিকে চেয়ে আছে এক সারমেয়।
বিশাল যুদ্ধ__
হেলেন অফ ট্রয় , রামায়ণ, মহাভারতের সেই অক্ষয় যুদ্ধ।
একথালা ভাত নিয়ে তখন সারমেয়র সাথে যুদ্ধ করছে একালের এক বুদ্ধ।
ক্ষত বিক্ষত উদাসী মানুষ,
ক্লান্ত বায়স ভীত চোখে চেয়ে দেখে
কে জেতে কে হারে পেটের খিদের কাছে?
যুদ্ধে জিতে,ক্ষত বিক্ষত করে
সারমেয় চেটে পুটে খায় অন্ন।
উদাসী মানুষ কান্না বুকে চেপে পথ পায়না ভিন্ন।
ছুটে যায় মন্দিরে
কেঁদে কেঁদে বলে সব দেবতারে।
ফিরে আসে একখণ্ড গীতা সংগ্রহ করে।
তারপর ছুটে যায় মসজিদে।
কেঁদে দোয়া মাগে আল্লার কাছে
হৃদয়ের আকুতি দিয়ে।
ফিরে আসে কোরাআন সংগ্রহ করে
গভীর বেদনা নিয়ে।
ছুটে যায় খ্রীষ্টের গির্জায়।
প্রভু সব শোনে আশ্চর্য নীরবতায়।
ফিরে আসে বাইবেল নিয়ে।
উদাসী মানুষ বসে কৃষ্ণচূড়ার তলায়।
ক্ষীদের আগুন তার পেটে মোচড়ায়।
ধর্ম এখন ক্লান্ত, ব্যর্থ হয়েছে ভয়।
টোকো ভাত আর এক থাবা নুন
ধর্মের একটাই নাম খিদে,
বাইবেল,কোরআন,গীতার পাতায় পাতায়।
বহু দূরে সারিবদ্ধ উটের পিঠে
সব ধর্ম তাদের তল্পি বোঝাই করে চলেছে নিরুদ্দেশে,
অজানা পথের উদ্দেশ্যে।
এ পৃথিবীতে আবার নতুন সূর্য উঠবে বলে।