পাতাকুড়োনীর মেয়ে তুমি কী কুড়োচ্ছো? ছায়া, আমি ছায়া কুড়োই!
পাখির ডানার সিক্ত সবুজ গাছের ছায়া, গভীর ছায়া, একলা মেঘে
কুড়োই, হাঁটি মেঘের পাশে মেঘের ছায়া–ছায়া কুড়োই!
পাতাকুড়োনীর মেয়ে তুমি কী কুড়োচ্ছো? পাতা, আমি পাতা কুড়োই!
কয়টি মেয়ে ঝরাপাতা : ঝরছে কবে শহরতলায়,
শিরায় তাঁদের সূক্ষ্ম বালু,
পদদলিত হৃদয় ক’টি, বৃক্ষবিহীন ঝরাপাতা–
কুড়োই আমি তাদের কুড়োই!
পাতাকুড়োনীর মেয়ে তুমি কী কুড়োচ্ছো? মানুষ, আমি মানুষ কুড়োই।
আহত সব নিহত সব মানুষ কারা বাক্স খুলে ঝরায় তাদের রাস্তাঘাটে।
পঙ্গু-তবু পুণ্যেভরা পুষ্প ও তাদের কুড়োই আমি–দুঃখ কুড়োই
আর কিছু না? বটেই–আরো আছে অনেক রং বেরং-এর ঝরাপাতা,
আমার ঝাপ উল্টে পড়ে মন্বন্তরের মৃত্যুবীজে,
লক্ষ্যবিহীন লাল খনিজে!
সবাই আমার স্বার্থে ভিজে সবটুকু হয় স্বার্থবিষয়,
সবটুকু হয় শুদ্ধ ব্যথা
তাদের অন্য কুলোয়, তাদের ঝাড়বো আমি অন্য হাওয়ায়
যেমন করে শস্যভিটায় শস্য ঝাড়ার সময় এলে, শস্যে কুড়োই স্বচ্ছলতা,
এবার আমার ঝরাপাতার শস্য হবার দিন এসেছে,
শস্য কুড়োই, শস্যমাতা!