হে কবি,তোমার পথেই এগিয়ে যাবে
হয়তো আগামী পৃথিবী,
আরো অনেক আলোকবর্ষ
সাহিত্যের সকল স্তরে বিচরণ
তোমার সাবলীল
তুমি যে ফিনিক্স পাখির মতোই
সাহিত্য সায়রে করেছো অবগাহন
প্রাচ্য-পাশ্চাত্য মিলেছে তোমাতে
গঙ্গা-যমুনার মতো
সুরকার,গল্পকার,নাট্যকার,চিত্রকর,
উপন্যাসিক,গীতিকার যে তুমি!
বিশ্বজুড়ে অমৃতময়ী সুরের লহর
ছ’ড়ালে প্রাণে সবার,
তাইতো,তোমার আসন বিশ্ব-হৃদয়- ধামে।
হৃদয়-পুষ্পে শ্রদ্ধার অঞ্জলি রাখি
তোমারে স্মরণ করে,
ধন্য ভারত ,ধন্য পৃথিবী, তোমার চরণ ধূলিতে।
এই পৃথিবীর পথে -প্রান্তরে তুমি
কতো না হেঁটেছো ,
ভারতমাতার কোল সেরা ধন তোমারে প্রণমি!