ধনের গর্ব নয়কো স্থায়ী
এটা সবাই জেনো,
জীবন আয়ু না থাকিলে
সব যে বৃথা মেনো।
ধনটা নিয়ে ভরে হিয়ে
বসত মায়ার ঘরে,
দিন ফুরালে অচিনপুরে
যাবে চিতায় চড়ে।
মিছে লোভে ভোগ বিলাসে
যাচ্ছে সময় ক্ষয়ে,
আসল কাজ রইল বাকি
ভাবো চিন্তা লয়ে।
দিন প্রতিদিন আয়ুর পাতা
পড়ছে খসে খসে,
মানব জনম থাকতে কেন
ভাবছো নাকো বসে?
হিংসা দ্বেষে বিষয় রেষে
মেতে থাকা ছাড়ো,
সকল হিসেব প্রভুর কাছে
নিস্তার নেই যে কারো।