পাগলা পাঁচুর গানের গুঁতোয়
বেদম হাসি পাবে,
সর গম সাধা হেঁড়ে গলায়
আত্মা উড়ে যাবে।
ওরে পাঁচু একটু থামা
পদি পিসি কবে,
বুকের ব্যামো বাড়লো বুঝি
ধড় ফড়ানি রবে।
নাম দিয়েছে সারে গা মায়
প্রতিষ্ঠা চায় পেতে,
গানের গুঁতোয় ওষ্ঠাগত
পাঁচু আছে মেতে।
ঝাঁটার বাড়ি মারবে সবাই
যুক্তি করে রাতে,
নীরব কেন পাড়া এখন
পাঁচু পালায় প্রাতে।