কি নরম পা ফেলে হেঁটে গেছে জোৎস্না
নদী পথ
বায়ু পথ
স্থল পথ দিয়ে…
বুক পথ শুধু পড়ে আছে হা করে
হাহাকারের ঝড় ওঠে থেকে থেকে
নোনা সমুদ্রে ভেসে যেতে চাই
উনন -ভাত-ঘর -প্রেম সব
সব
বাঁধ দিতেও এলেম লাগে
শক্তির বীজ বপন করেছি
হাজারো কাকের আড়ালে
সূর্যের ঠোঁটে লেগে থাকা
শেষ বরফের টুকরো খসে গেছে