সবাই সব জায়গা দখল করতে ব্যস্ত
রাস্তাঘাট; ফুটপাত মানুষজন সব দখল করতে সবাই ঠোঁটস্থ
ঘুমন্ত নাগরিকেরা স্বৈরাচারী হানাদারদের দ্বারস্থ
দাসত্ব প্রক্রিয়া পুষে রাখে ঐ শক্তিশালী কান্ডারী
কেঁদে কেঁদে লুটায় ওদেরই পায়ে মা; বোন; সন্তান; দেশ আমারি
হতাশার কালো ঘাম পড়েছে রাজার পায়ে
রাজা ভিজে যায়, তবু সে তাকায়; এ কোন নির্বাক মূর্ছনায়.?
পৃথিবীর শেষ কোলাহলেও প্রকাশ পাবে এক বৃহৎ বজ্রকন্ঠ
জেগে ওঠো, জেগে ওঠো নাগরিক যত আছো আজও ঘুমন্ত
রাজার পাপের খাতা আমরা কেড়ে নেব
রাজার পাপের চিতা আমরাই খুঁড়ে দেবো
রাজ-কোষ হবে আজ জন-কোষ
কাটবে ভুল; ফুটবে ফুল; হবে শেষ রাজার সব দোষ।