দোদুল দুল (দোলনচাঁপা)
[আরবি ‘মোতাকারিব্’ ছন্দ]
দোদুল দুল্ দোদুল দুল্! বেণীর বাঁধ আলগ্-ছাঁদ, আলগ্-ছাঁদ খোঁপার ফুল, কানের দুল খোঁপার ফুল দোদুল দুল্ দোদুল দুল! অলক-ছায় কপোল-ছায়, পরশ চায় অলস চুল বিনুন্-বিন্ কেশের উল দোদুল দুল্ দোদুল দুল! অসম্বৃত্ কাঁখের ভিত অসম্বৃত্ পিঠের চুল, লোহিত পীত নোলক দুল দোদুল দুল্ দোদুল দুল! সোহাগ্-ঘায় দোলন্-গায় কাঁপন খায় আপন পায়, পায়ের নখ মাথার চুল দোদুল দুল্ দোদুল দুল! পরাগ-ফাগ ছড়ায় আজ শিরাজ-বাগ ইরান-গুল, দোলন্-দোল দে বুলবুল, দোদুল দুল্ দোদুল দুল! কাঁকন চায় নাচন্ ফিন্ রিমিক ঝিম ঝিমিক ঝিম! আঁচল-বীণ চাবির রিং বুলায় নিদ ঢুলায় ঢুল্ৰ দোদুল দুল্ দোদুল দুল! নিশাস-রেশ কাঁপায় বেশ মোতির হার হিয়ার দেশ, কাঁপায় শেষ প্রাণের কূল দোদুল দুল্ দোদুল দুল! বুকের কোল আদর ঘায় দোলায় দোল্ দোলায় দোল্ শরম-লোল মরম-মূল দোদুল দুল্ দোদুল দুল! কলস্-কাঁখ পুকুর যায়, আঁচল চায় চুমায় ধুল, দখিন্ হাত ঝুলন্ ঝুল্ দোদুল দুল্ দোদুল দুল! কাঁকাল ক্ষীণ মরাল গ্রীব ভুলায় জড়্- ভুলায় জীব, গমন-দোল্ অতুল তুল্ দোদুল দুল্ দোদুল দুল! হাসির ভাস, ব্যথার শ্বাস, চপল চোখ, আঁখির লাস, নয়ন-নীর অধর-ফুল রাতুল তুল রাতুল তুল দোদুল দুল্ দোদুল দুল! মৃণাল-হাত নয়ন-পাত গালের টোল, চিবুক দোল সকল কাজ করায় ভুল প্রিয়ার মোর কোথায় তুল? কোথায় তুল কোথায় তুল? স্বরূপ তার অতুল তুল, রাতুল তুল, কোথায় তুল দোদুল দুল্ দোদুল দুল!