নয়ন মনি আমার খোকন
যুদ্ধ করতে যায়,
পাক সেনাদের নাশ করে দেশ
স্বাধীন করতে চায়।
পাক জল্লাদের অত্যাচারের
তুলনা যে নাই,
মা- বোনেদের মানহানির যে
শাস্তি দেওয়া চাই।
নিঠুর ঘাতক চালায় গুলি
পথে ঘাটে লাশ,
রাজাকার ওই পাক সেনাদের
করবে খোকন নাশ।
শেখ মুজিবের আহ্বানে তে
সাত- ই মার্চের দিন,
লড়াই করলো দৃঢ়পণে
বাজলো স্বাধীন বীণ।
নয়মাস ধরে তুমুল যুদ্ধে
স্বাধীন হলো দেশ,
আমার মতো লাখো মায়ের
চোখে কান্নার রেশ!