দেশের তরে লড়াই করে
অমর হলো যারা,
করে প্রমাণ জীবন দান
কীর্তি রাখে তাঁরা।
দেশের হিতে শপথ চিতে
নেবো আজকে তবে,
বিপদ এলে বাধায় ঠেলে
সরব হবো সবে।
দেশের কাজে মনটা রাজে
থাকলে এক সাথে,
সুকর্মেতে থাকলে চিতে
হাতটি রাখো হাতে।
দীনদুখীর ব্যথা গভীর
অভাব জুড়ে থাকে,
থাকলে পাশে মিষ্টি ভাষে
মনেতে সুখ মাখে।
নিজের সুখ নয় কখনো
ভাবো দেশের কথা,
জানবে মনে উন্নয়ণে
দেশ -গড়বে যথা।