আমি না, আমারও না,
এ দেয়াল তোমার রচনা।
এখন ভাঙ্গার টানে বান বুঝি ডেকেছে অন্তরে!
না না, থিতু হও, যেভাবে আড়ালে আছো
দেয়ালের ওই পাশে ওইভাবে নিরুদ্দেশ রও,
কখনও নাজুক মন উতলা উন্মুখ হলে
আমাকে উদ্দেশ করে না হয় বানিয়ে তুমি
বিরহের টুকটাক কথা কিছু কও।
আমি না, আমারও না,
এ দেয়াল তোমার রচনা।
এখন ভাঙ্গার টানে বান বুঝি ডেকেছে অন্তরে!
না না, থিতু হও, যেভাবে আড়ালে আছো
দেয়ালের ওই পাশে ওইভাবে নিরুদ্দেশ রও,
কখনও নাজুক মন উতলা উন্মুখ হলে
আমাকে উদ্দেশ করে না হয় বানিয়ে তুমি
বিরহের টুকটাক কথা কিছু কও।
Powered by WordPress