আবাহন করি আমি দুর্গা লক্ষ্মী কালী নমি
দেবী পক্ষে নারী শক্তির জয়জয়কার হয়,
অসুর শক্তি বিনাশীতে দেবী আসেন পৃথিবীতে
নরনারী প্রণাম করে আনন্দিত হয়।
পুরাণে কথিত মতে দেবী আসেন পৃথিবীতে
দুষ্ট অসুরের শেষে ধ্বংস বিনাশ হয়।
দেবী পক্ষে যত দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী
পৃথিবীতে কন্যা রূপে লালনপালন হয়।
পিতৃ পক্ষ জল পায় দেবী তব মহিমায়
মহালয়া তিথি মেনে দেবীর বোধন হয়।
দেবা সুরে যুদ্ধ করে স্বর্গের সিংহাসন নড়ে
পরাজিত দেবগণ গুহাতে লুকায়।
ব্রহ্মার আশীষ গুণে অসুরেরা মায়া জানে
দেবতারা বারেবারে পরাজিত হয়।
কাতর হয়ে দেবতারা মুক্তি তপ করে তারা
নারী শক্তি মাতৃ দেবীর আরাধনা হয়।
দেবী আবাহন কালে ত্রাহি দুর্গা দুর্গা বলে
দুর্গতিনাশিনী দুর্গা সুপ্রসন্না হয়।
চণ্ডমুণ্ড এক এক করে সব অসুর বিনাশ করে
অসুরদলনী দুর্গা আসেন এ ধরায়।
এসো মা গো সাড়ম্বরে ধরার ধূলির পরে
নাশ করো সব অসুরে রুদ্র ক্ষমতায়।
অসুর বিনাশ করো দুর্গা কালী রূপ ধরো
এ মিনতি করি মা গো পূজি তব পায়।।