একটা শহরের খোঁজে ক্লান্ত
যার বুকের বাম দিকে জীবন্ত গোলাপ
চোখে রামধনু নদী
চেনা মৃত গল্পের স্থান নেই সেখানে
সুখী দেবদারু সুখ বিলিয়ে দেয়
বাতাসে বাতাসে
নৌকার হাসিতে – পথের আনন্দ
তৃষ্ণা ক্ষুধা মিটিয়ে – আর্শীবাদ
ক্ষয় রোগ(মন খারাপ )হীন সে শহরে
আমাদের দেখা হোক
হাতে হাত রাখলেই
গোলাপের হাসি – উৎসব
আলোর গন্ধে মাতাল
সব রাস্তা
আকন্ঠ পান করে
আবৃত্তি করব জীবনের শ্রেষ্ঠ কবিতা
-ভালোবাসা
মন ও চোখ শুদ্ধ হোক
সত্যের আগুনে।