নতুনের সূচিপত্রে দেখি খুঁজে খুঁজে
আছে কিনা কোনোরূপ অশনি লিখন,
ফি বছর স্বার্থান্বেষী কৈতবের দল
অবাধে করেছে লুঠ গরিবের ধন।
আছে কিনা মহামারী রোগের বালাই
কর্মসংস্থানের আকাল হয়েছে কি দূর,
বেকারত্বের জ্বালা কি মিটবে এবার?
সকলে থাকবে সুখে আনন্দে মধুর।
এবছর শুভ হোক এই মনে চাই
বেদনার স্মৃতিগুলো দূরে ফেলে সবে,
নতুন আশার আলোয় উদ্ভাসিত হয়ে
জীবনের সফলতা পেয়ে সুখী রবে।
শুভ হোক সমাজের সকল জনের
বিভেদ বৈষম্য সব দিয়ে বিসর্জন,
নতুন বছরে সবে খুশি আলিঙ্গনে
মিলেমিশে দীন ধনী থাক অনুক্ষণ।