দেখা কি হবে না আর কখনো…!?
তবে কি আসবে না বাঁধ ভাঙা উচ্ছাস,ঢেউ!
মন খারাপের কতো যে খেলা,কাটাকুটি
বুঝতে পারি প্লাবন ঝড়ে নড়বড়ে আজ খুঁটি!
তবু রোজ আছড়ে পড়ে গ্যালারির ছবিরা সব,
হাসি,মজা দুঃখ আনন্দ ভরা জীবনের কলরব।
বুদ্বুদ হয়ে আসে,ভাসে,যায় মিলিয়ে কখনো ক্ষত,
বিলীন হয়েও জেগে থাকে ঐ নদীর চরার মতো!
ভাবি উতলা হবো না,অভিমান জমুক অঝোর ধারা,
ফের বেসামাল,কানে বাজে ডাক,এই দিচ্ছ যেন সাড়া!
চেষ্টা করে দুঃখ গুলো নিজে মুছতে গেলে পরে
বেসামাল হই,তলিয়ে যাই তাজা স্মৃতির ঝড়ে!
আপন মনে বয় নদী,প্রতিবন্ধকতার আঘাত সয়ে,
দুকূল ভাসায় প্রকৃতি, ভ্রুকুটির উত্তাল ত্রাস, ক্ষয়ে।
কখনো দু দিকে ভাগ হয়ে আপন তালে যদি,
দুঃখ সয়েও আপ্রান এগিয়ে চলে, চলার নাম নদী।
জীবন এক খোলা পাতা,প্রতিশ্রুতির জটিল ধাঁধা,
আসতেই থাকে সমস্যা,যেন একতাল মাটির কাদা।
তোমার জন্য তাই তো এখনো পথ চেয়ে থাকি..
অনুভবে বুঝি আমি চাঁদ,জোছনা তুমি একাকী…।