জ্যোৎস্না ভরা আকাশ ধরা
পথটি আলোয় আলো,
দিনের বেলা সোনার রোদে
সব যে লাগে ভালো।
অমাবস্যা পূর্ণিমা যে
চলে পিছে পিছে,
চাঁদের আলো অমায় কালো
ভাবো কেন মিছে।
চন্দ্র সূর্য গ্রহ তারা
আকাশ জুড়ে আছে,
ফুলে ফলে গাছে শাখে
রয় যে মোদের কাছে।
ঝর্ণা পাহাড় সাগর নদী
মনোরম যে দৃশ্য,
ঋষি মুনি ধ্যানে মগ্ন
সাথে সাধু শিষ্য।
অর্ক জ্যোতি আলো ধরে
বিশ্ব জুড়ে শোভা,
রাতের পরেই দিনটি রবে
দেখতে মনোলোভা।