তোর দয়িতা দৃষ্টিনদীর প্রশান্ত প্রশ্রয়ে
ভেসে যাক আমার হাড়ের ভিতরে হিম
স্যাঁতসেঁতে শ্যাওলার জন্মপেরেক ।
অবিরাম মেঘলা মুকুরে
নিজের পরিধি সুখ মেপে মেপে
ছত্রাক ছাদ ঢাকা
হে অতীত , হাবিজাবি বিবর গড়েছি ।
তোর ঝিরিঝিরি মানসী উত্তাপে
পুড়ে পুড়ে শুদ্ধ হোক
আমারই ক্লান্ত কূপে রোম রোম অশুদ্ধ কামনা ।
আপাত অনতি বাঁকে , ব্যস্ এইটুকু ।