গড়িয়াহাট রোডের একটা ঝকঝকে আধুনিক ফ্ল্যাট
সেখানে সুসজ্জিত দুটি নারী পুরুষ
একটা কমপিউটারের সামনে নিচু গলায় কথা বলছে
দৃশ্যটা এরকম ।
এইবার এই দৃশ্যটা থেকে আসবাবপত্র সরিয়ে নেওয়া হলো
কমপিউটারের জায়গায় এলো একটা গাছ
সরানো হলো চার দেয়াল, দেখা দিলো
গভীর জঙ্গল, নদী
নদীর ধারে দুটি নারী পুরুষ, সবেমাত্র বাকল পরতে শিখেছে
তারা একটা মাংসের হাড় নিয়ে লড়াই করছে
জঙ্গল ভেদ করে উঠে আসছে তাদের আদিম গোঙানি।
এই দুটো দৃশ্য—এর মাঝখানে কয়েক সহস্র বছর
শিলালিপির মতো স্তব্ধ হয়ে আছে।
দুটো দৃশ্য, ভুল বললাম, আসলে একটাই দৃশ্য
অলৌকিক কিন্তু সুন্দর নয়
একটা মাংসের হাড় নিয়ে আমাদের সাংঘাতিক লড়াই
এখনো থামেনি ।