খানিকটা নৈঃশব্দ্য জড়ানো মাদুর পাতা শোক
ও খানিকটা খা খা দুপুর
আর খানিকটা ধু ধু বিকেল
জমতে জমতে দু’চোখে ভাসতে ভাসতে
অসম্ভব স্বপ্নের মতো অলৌকিক দৃশ্য ছড়ায়
এভাবেই স্বপ্নদীর্ণ এই জীবনের হাহাকার ব্যাপ্ত যাপন মুহুর্তে
দূরের পথের দিকে যখন উড়ে উড়ে যায়
সেই সব অসম্ভব স্বপ্নের মতো দৃশ্য সমূহ
পথের বাঁকে তখন দাউ দাউ গাছের সারি
যেন অন্যমনস্ক চঞ্চল পথ শিশুর মতো ছুটতে ছুটতে এসে লুটিয়ে পড়ে ধুলোয়
এই দৃশ্য দেখতে দেখতে যখন
আমার সঙ্গে আমি দু’জনে দাঁড়িয়ে
মুখোমুখি কথা বলি
নিজের ছায়াও ওঠে এসে কথা বলে
কথা শুনে আমাদের ঘিরে ধরে পথ
পথকেও ঘিরে ধরে পথ
চারদিক থেকে ভেসে আসে অদ্ভুত স্তব্ধতা
আর এই স্তব্ধতার ভেতর আমাদের কথা
ও কথা নিঃসৃত শব্দগুলো
ক্রমশঃ অসম্ভব কবিতা হয়ে ওঠতে থাকে
এবং অন্তহীন অনন্তের দিকে
ঘন ঘন দুলে ওঠতে থাকে জীবনদীপের
হাইরাইজের আলো…
এক এক করে দীর্ঘ হতে থাকে দৃশ্য- যাপন ।