দৃশ্যের পরে দৃশ্যেরা আসে , দৃশ্য আবহমান
একটি দৃশ্য পাথরে খেয়েছে , একটি হড়পা বান ।
মুনাফা মিশেছে পুণ্যের স্রোতে , আসলে নির্বাচন
যে কোনো উপায়ে জয়ী হওয়া চায় , বলেছেন লক্ষ্মণ ।
যুদ্ধ -আদরে স্বার্থের মধু গলে পড়ে টুপটাপ
কূটনৈতিক বানিজ্যে নাকি নেই নেই কোনো পাপ ।
ধর্ণা মঞ্চে বসে আছে যারা পৃথিবীর মোড়ে মোড়ে
ক্ষমতার আঠা চাইবেই তারা উড়ে যাক মন্তরে !
সুড়সুড়ি দিলে হাততালি বেশি , বিজ্ঞান অপচয়
যেমন জনতা তেমন শাসক , নতুন কিছু তো নয় ।
কবিতার নামে বালখিল্যতা ? পন্ডিত দেখে সব
প্রতিবাদ কই ? লিফলেট বিলি ? ফেসবুকে বিপ্লব !
কতো বেশি হলে শবের সংখ্যা , ভুলবে না গণস্মৃতি ?
শোক থেকে ক্রোধ জমবে কালকে , আজ লিখে রাখি ভীতি ।
মাত্রা ছাড়ালে পঙক্তি যেমন মানে না আইনখানা
সহ্যের আয়ু হারালে আধুলি , চাইবেই ষোলো আনা ।