যতই সুপ্ত থাকো
শব্দ- স্মৃতি আয়ুষ্মান তোমাকে জাগাবে ।
স্বপ্ন- স্বাদ ফলে আছে অনন্ত ইথারে ।
ভেবেছো
সন্ন্যাস-সুখে গুটিশুটি সংসারে
অসময়ে জরাগ্রস্ত হবে ?
উড়ুউড়ু পূর্বাশ্রম ছায়া ছায়া ব্যাজন দোলাবে ।
দরদর দশমীর বিসর্জিত ঘামে
একাদশী চাঁদ ভেসে
কোজাগরী কল্লোলে তোমাকে ভেজাবে ।
দৃশ্য জ্বলে , দৃশ্য নেভে , দৃশ্য উদ্বাহু
দৃশ্যমান যতটুকু ততটুকু আয়ু !