পথেরও পথ বদলায়
গাছেরা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ ছায়া দিতে
সাধ্যমতো,জীবনদর্শন হৃদয়ের গভীর থেকে
ওঠে এসে আলো ফেলে যায় প্রতিদিন
ভীষণ উষ্ণ আকুলতায় আচ্ছন্ন এ’সময়
প্রজ্জ্বলন্ত দিন ও রাত্রি
জীবন যাপনের ধরণ বদলে যাচ্ছে সময়ের বদলে
প্রতিটি দিনের আঁধার আড়াল করে রাখছে
প্রতিটি দিনের সব আলো
সমস্ত বিহ্বলতা কাটিয়ে স্বপ্ন দেখার স্বপ্নে তবুও
বুঁদ হয়ে থাকে এই জীবন একশ শতাংশ
পথেরও পথ বদলায়
সময়েরও বদলায় সময়
কেবল ক্ষুধার্তের হাহাকারের শব্দগুলো
একই থেকে যায় প্রতিদিনকার মতো
একই রকম থেকে যায় তার ধ্বনি ও প্রতিধ্বনি
পথের মিছিলে তবু ধুলো উড়ে স্ফুলিঙ্গের মতো ।