কারোর জন্য থামে নাতো
কারোর কোনো কাজ ,
এ জগতে সবাই সাজে
নিত্য নতুন সাজ !
জীবনটা চলে শুধু
বিপরীত পথে…
ধীরে ধীরে লীন হয়
সময়ের সাথে !
কামনা বাসনা নিয়ে
চলে সে আবেশে ,
অন্তিম ক্ষণ তাকে
টেনে নেয় নিমেষে !
রাতের আঁধার পরে
ঊষা আসে ফিরে…
আলোকিত এ জগত
হয় ধীরে ধীরে ।
কলরবে মেতে ওঠে
প্রকৃতির খেলা ,
সুখে দুখে বয়ে চলে
সকলের বেলা!
নিখিলের পানে চেয়ে
ভাবি মনে মনে ,
এ জগতের রূপ বদল
প্রতি ক্ষণে ক্ষণে !
যা ভেবেছি তুচ্ছ অতি
তা তুচ্ছ নয় ,
যা দেখি তাই যেন
দূর্লভ মনে হয় !
জীবন প্রান্তে এসে
হৃদয় ভরে ক্ষোভে…
না পাওয়ার ব্যথাগুলো
মনে বড় চুভে ।
তুচ্ছ বলে কোনদিনও
যা চাইনি মনে ,
বেলা শেষে তাই যেন
চাই যে মনে প্রানে ॥