তোমার দূর্গার সোনার শাড়ি।
তোমার দূর্গার রূপোর গয়না।।
আমার দূর্গার মলিন কাপড়।
দুবেলা অন্ন পায়না।।
তোমার দূর্গার কত্ত আদর।
আমার দূর্গা অবহেলায়।।
তোমার দূর্গা প্যান্ডেলেতে।
আমার দূর্গা পথের ধূলায়।।
তোমার দূর্গার ভোগের থালা।
আমার দূর্গার শূণ্য ভাড়ার।।
তোমার দূর্গার আহ্বানে সারা বিশ্ব হয় তোলপাড়।
আমার দূর্গা অবহেলায় চোখের জলে ঘরের কোণে।।
সারা বিশ্ব ব্যাস্ত তখন তোমার দূর্গার আহ্বানে।
নতুন জামা নতুন জুতোয় ব্যাস্ত সবাই এদিক ওদিক।।
চারদিনেরই আয়োজনে খরচ তাদের লক্ষ কোটি।
কত রকম মন্ডা-মিঠাই তোমার দূর্গার ভোগের থালায়।
আমার দূর্গার দিন কেটে যায় শুধুই সবার অবহেলায়।।