তোমাকে যত দূরেই যেতে হোক না কেন,
ভাবুক মন ডানা মেলে উড়ে,
দূরত্বকে মাথা তুলে পাঁচিল হতে দেয় না,
এ আমাদের নির্ভেজাল সম্পর্কের বোঝাপড়া..।
নীল আকাশ জুড়ে পেঁজা মেঘের সন্তরণে
খুঁজে পাই প্রতি মুহূর্তে এই তো পাশে তোমায়!
সবসময় এ যেন অফুরান অনুপ্রেরনার সুখস্পর্শ।
শুনতে পাই পিঠ চাপড়ে পস্পরকে সুবিস্তৃত
সবুজ প্রান্তর ভরসা যুগিয়ে বলছে,
“মেঘ- আকাশ উভয় মনের যোগসূত্র,সেতু বন্ধন”।
আকাঙ্খার মাঝে মাটি ভেজানো দুচার বৃষ্টি ফোঁটা,
হৃদয় অলিন্দে চুঁইয়ে আনে এক মুঠো স্বস্তি।
আজ ঝমঝমিয়ে বৃষ্টি ভেজা পথ বেয়ে
হেঁটে গেছি দুই চঞ্চল বিশ্বস্ত জল ফড়িং,
দীর্ঘপথ বেয়ে বাড়ি ফিরে বার বার তোমায় ছুঁতে,
খুঁজে চলেছি ঘর বারান্দা, হৃদয় অলিন্দের
মেঝে জুড়ে অদৃশ্য জলছাপ।
ক্লান্ত বিধ্বস্ত তুমিকে জড়িয়ে এক গ্লাস ঠান্ডা জল,
ধমনী,শিরায় শিরায় চালান করে দিচ্ছে
তোমাকে কাছে পাওয়ার তাজা অনুভূতি!
কখন যে মধ্যরাত,সেতুর দু প্রান্তে থাকা দুজনকে,
এক চাদরের মধ্যে এনে অভিযোজনে
দূরত্ব মুছে টাটা করে চুমায় ভরিয়েছে ।
দুই স্বপ্ন সন্ধানী স্বত্তা বুঝতে পারার আগেই,
জানলার গরাদ ধরে রাতের নিস্তব্ধ আকাশে চাঁদের জোছনায় পরস্পরকে সাক্ষী রেখে
আবিষ্কার করে উচ্চারিত করছি,
“দূরে যাওয়া,কাছে আসার আর এক বিকল্প পথ।