আমি দ্রৌপদী বলছি..
নাহ্,দ্বাপরযুগীয় অগ্নিকন্যা নই
আমি ঘোর কলির আটপৌরে গৃহবধূ
আমার শ্যাওলা সবুজ আচলের গিঁটে
একছটাক ভালোবাসা আজও বাচিয়ে রেখেছি আমি
তবে তা কোন ময়ূরের জন্য নয়।
হ্যা,আমার আকাশেও মেঘ জমে
তবে তা,বর্ষাসুখের পূর্বাভাস ভেবে পেখম তুলো না কেউ
আমার বাঁচানো ভালোবাসার সবটুকু আলো আমি ছড়িয়ে দেবো
সেইসব বেড়ি পরা সাদা কালো পায়রাদের জন্য
যারা চাঁদের আলো গায়ে মেখেও কখনো চাঁদ দেখেনি!
যারা বৃষ্টিধারায় ভিজেও কখনও দেখেনি তার সৌন্দর্য!
যারা মায়ের কোলে শুয়েও দেখেনি মায়ের মুখ!
আমার রঙমাখা ঠোঁটের দুর্বোধ্য হাসিকে
কেউ আর বিশ্লেষণ করতে এসো না
আমি বাঁশঝাড়ে ঘেরা সবুজপল্লী আর আগাছাভরা এঁদো পুকুর পাড়ের দ্রৌপদী বলছি।